রবিবার ২০ এপ্রিল ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | রুক্ষ পাহাড় পরিণত হয়েছে সবুজ বনভূমিতে, ৮ বছরে বেড়েছে ৪০ হাজার গাছ! প্রকৃতিপ্রেমীদের কাছে যেন স্বর্গ-রাজ্য

RD | ২৬ জানুয়ারী ২০২৫ ১২ : ০২Rajit Das


আজকাল ওয়েবডেস্ক: অনুর্বর রুক্ষ পাহাড়ি অঞ্চল, যা বর্তমানে সবুজ বনে পরিণত হয়েছে। ৮ বছর ধরে রোপণ করা হয়েছে অন্তত ৪০ হাজার গাছ। এতে রয়েছে বিভিন্ন প্রজাতির হাজার হাজার গাছ। মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত এই জায়গাটি এখন কেশর পর্বত নামে পরিচিত। কেশর পর্বত প্রকৃতি প্রেমীদের কাছে য়েন স্বপ্নের রাজ্য।

একসময় ঘাসও জন্মাত না যেখানে, সেখানেই এখন কাশ্মীরের জাফরান থেকে উইলো গাছ, নেপালের রুদ্রাক্ষ, থাইল্যান্ডের ড্রাগন ফল, অস্ট্রেলিয়ার অ্যাভোকাডো, ইতালির জলপাই, মেক্সিকোর খেজুর-সহ বহু প্রজাতির গাছ একই পাহাড়ে বেড়ে উঠেছে। প্রকৃতি যেন উজার করে তাঁর ঝাঁপি খুলে দিয়েছে কেশর পর্বতে।  

এ সবের কৃতিত্ব ওয়ার্ল্ড রিসার্চার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা এবং পরিচালক ড. শঙ্কর লাল গর্গের।

২০১৫ সালে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ড. গর্গ এবং তার পরিবার একটি অনুর্বর পাহাড়কে সবুজ বনে রূপান্তরের সিদ্ধান্ত নেন। তাঁরা মূলত ইন্দোরের মহো শহরে একটি শিক্ষাপ্রতিষ্ঠান করার জন্য নির্ধারিত জমি কিনেছিলেন। কিন্তু প্রতিষ্ঠান শুরু করার ক্ষেত্রে বেশ কিছু বাধা ছিল। তখনই অধ্যপক গর্গ সেই জমিতে পরিবেশ প্রেমীদের জন্য একটি বন তৈরির সিদ্ধান্ত নেন। শুরু হয় গাছ লাগানো, জল দেওয়া, গাছপালা লালন-পালন করা।

৭৪ বছর বয়সী অধ্যাপ গর্গ নিম, পিপল এবং লেবু গাছ রোপণ করে তাঁর এই যাত্রা শুরু করেছিলেন। ধীরে ধীরে গাছের সংখ্যা এবং বৈচিত্র্য বৃদ্ধি পায়। আর সবশেষে দেখা যাচ্ছে গত আট বছরে (জুলাই ২০১৬ থেকে আগস্ট ২০২৪) ড. গর্গ রুক্ষ পাথুরে জমির উপর ৫০০ টিরও বেশি প্রজাতির ৪০ হাজার গাছ রোপণ করেছেন। এর মধ্যে রয়েছে কল্পবৃক্ষ, জাফরান, রুদ্রাক্ষ, আপেল, ড্রাগন, জলপাই, লিচি, আফ্রিকান টিউলিপ এবং এলাচ ফুল ইত্যাদি। কেশর পর্বতে সেগুন কাঠ, গোলাপ কাঠ, চন্দন কাঠ, মেহগনি, বট, শাল, অঞ্জন, বাঁশ, উইলো, দেওদার, পাইন, দহিমান, খামার এবং সিলভার ওক সহ কাঠের গাছও রয়েছে।

অধ্যাপক গর্গের দাবি, ১৫ হাজার গাছ ১২ ফুটেরও বেশি লম্বা। গাছগুলিকে তাঁরা এতই যত্ন করেন যে, কেশর পর্বতের গাছপালা অন্তত ৯৫ শতাংশ বেঁচে থাকে। এই গাছগুলির কোনওটিকেই বেশি সার দেওয়া হয় না। বৃষ্টির জলে থাকা নাইট্রোজেন এবং সালফার, গাছের প্রয়োজনীয়তা পূরণ করে।

কেশর পর্বতের নামকরণ করা হয়েছে কাশ্মীরের পাহাড়ি অঞ্চলে জন্ম নেওয়া জাফরান উদ্ভিদ থেকে। ২০২১ সালে প্রথমবারের মত বনে ২৫টি জাফরান ফুল ফুটেছিল। ২০২২ সালে এই সংখ্যা ধীরে ধীরে ১০০-তে পৌঁছেছে এবং ২০২৩ সালে তা পাঁচগুণ বৃদ্ধি পায়।

ড. গর্গ বলেন, "আমরা ৪৩ ডিগ্রি তাপমাত্রার গরম জায়গায় জাফরান চাষ করার কৌশল শিখেছি। গাছগুলিকে ঠান্ডা জল দিয়ে মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করি। ছায়াময় পরিস্থিতি তৈরি করা হয়েছিল এবং দিনে ১৮ ডিগ্রি এবং রাতে ৫ ডিগ্রি তাপমাত্রা বজায় রাখা হয়েছিল।"

কেশর পর্বতের সুগন্ধ এবং সৌন্দর্য লাল সোনার জাফরানের মতো সর্বত্র ছড়িয়ে পড়ুক বলে আশা করেন ড. শঙ্কর লাল গর্গ।


নানান খবর

নানান খবর

দলিত তরুণকে মারধর, গায়ে প্রস্রাব করে যৌন নির্যাতনের অভিযোগ, রাজস্থানে ভয়ঙ্কর কাণ্ড

মাঝহাইওয়েতে আজব কাণ্ড ঘটালেন মহিলা, রইল ভিডিও 

খুনে অভিযুক্ত চার বছর ধরে ফেরার, ৬০০ কিলোমিটার ধাওয়া করে ধরল পুলিশ!

বৃদ্ধকে টেনে-হিঁচড়ে মেঝেতে ফেলে মারধর চিকিৎসকরে! শিউরে ওঠা ভিডিও মধ্যপ্রদেশের হাসপাতলের

হন্যে হয়ে খুঁজছেন স্বামী, এদিকে আত্মীয়রা দেখছেন নিখোঁজ স্ত্রী তাজমহলে প্রেমিকের হাত ধরে ঘুরছেন!

ঋষিকেশ মর্মান্তিক দুর্ঘটনা ! ভিডিও দেখলে চমকে উঠবেন আপনিও

বিয়ের দু'দিন আগে ভেন্টিলেশনে পাত্র, পাত্রীর কীর্তি শুনে চোখ কপালে পুলিশের

ডিনার খেয়েই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ৩ সন্তান, 'পথের কাঁটা'দের সরাতে শিক্ষিকার কীর্তিতে শিউরে উঠল পুলিশ

জেলা, ব্লক স্তরে জনসভা, বাড়ি বাড়ি অভিযানে নামছে দল, রাজ্যে রাজ্যে ‘‌সংবিধান বাঁচাও’‌ র‌্যালি করবে কংগ্রেস

ফুরফুরে মেজাজে বিয়ের আসরে হবু স্ত্রীর ঘোমটা তুলতেই হতবাক যুবক! কী এমন দেখলেন?

এটিই ভারতের সবচেয়ে সস্তা বাতানুকূল ট্রেন, গতিতে রাজধানী এক্সপ্রেসের প্রতিদ্বন্দ্বী! জানেন কোন ট্রেন?

গোটা গ্রামের খালি পা! দেখেই তাজ্জব উপমুখ্যমন্ত্রী, এরপরই সকল গ্রামবাসীকে জুতো উপহার পবন কল্যাণের

বাচ্চা দেখেই ঘেউ ঘেউ করার শাস্তি, পোষ্য কুকুরকে গাড়িতে বেঁধে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হল ১২ কিমি!

ছত্তিশগড়ে একসঙ্গে ২২ মাওবাদীর আত্মসমর্পণ, এদের মাথার দাম ছিল ৪০.৫ লক্ষ টাকা

কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক রদবদল: রাজস্ব সচিব হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ শ্রীবাস্তব

সোশ্যাল মিডিয়া